নতুন নতুন সব খবর পেতে সংঙ্গে থাকুন।

বুধবার, ২৯ মার্চ, ২০১৭

সালথায় দুর্রবৃত্তদের হামলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট।


শফিকুল ইসলাম, সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বর গট্টি গ্রামে মোঃ রহমান মেম্বরের বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। সরজমিনে গিয়ে জানা যায় গত কাল মঙ্গলবার রাত আনুমানিক আট ঘটিকায় সময় এলাকার কিছু দূর্রবৃত্তরা অত্রকিত হামলা চালায়। মোঃ রহমান মেম্বরের ছেলে মোঃ রফিক মাতুব্বর জানান একই গ্রামের ১। মোঃ রইচ মাতুব্বর, ২। জিয়ার মাতুব্বর, উভয় পিতা- রোকন মাতুব্বর, ৩। ওবাদুর মাতুব্বর, পিতা- পাচু মাতুব্বর, ৪। আলিম মাতুব্বর, পিতা- ওলিয়ার মাতুব্বর, ৫।
শাহিন মাতুব্বর, পিতা- ইউসুফ মাতুব্বর, ৬। মোঃ নিজাম মাতুব্বর, পিতা- মেছের মাতুব্বর, ৭। জুয়েল মাতুব্বর, পিতা- রাজ্জাক মাতুব্বর, ৮। আজিত মাতুব্বর, পিতা- মালেক মাতুব্বর, ৯। আকমল মাতুব্বর, পিতা- ছাত্তার মাতুব্বর, এরা সব বাড়ীর ভিতর ঢুকে ঘরের বেড়া ভাংচুর করে ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এবং রফিক মাতুব্বরকে উদ্দেশ্য করে বলেন সাহস থাকলে বেড়িয়ে আয় তোকে খুন করব। এতে রফিক মাতুব্বর প্রাণের ভয়ে পালিয়ে যায়। মোঃ রহমান মেম্বারের বাড়ীর পাশে মেনই রাস্তার সংলগ্ন সরকারী আর্সনিক মুক্ত টেউবয়েল টি উঠিয়ে নিয়ে যায় দূর্রবৃত্তরা। রফিক মেম্বর আরও জানান দূর্রবৃত্তরা সবাই আমাদের গ্রামের মুনায়েম কাজীর লোক।  সালথা থানার এস আই জিল্লুর রহমান জানান ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনার স্থলে গিয়ে দেখি ঘটনা সত্য। তিনি বলেন এ ব্যাপারে কোন মামলা বা অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

HOME

Blogger দ্বারা পরিচালিত.

Recent Posts

Unordered List

Sample Text

Pages

Theme Support